আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। ফের হোয়াইট হাউসের বাসিন্দা হতে চলা ডোনাল্ড ট্রাম্প নিজের ইচ্ছে মতো দপ্তর গুছিয়ে নিচ্ছেন। এবার আমেরিকার গোয়েন্দা দপ্তরের প্রধান হলেন ‘মোদির বন্ধু’ তুলসী গাবার্ড। এক সময় ডেমোক্র্যাট নেত্রী হিসাবে পরিচিত ছিলেন তিনি। কিন্তু পরে হাত ধরেন রিপাবলিকান দলের। এবার ট্রাম্প ২.০ সরকারে গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পেলেন তুলসী।
বুধবার বিবৃতি দিয়ে নয়া গোয়েন্দা প্রধান হিসাবে এই প্রাক্তন ডেমোক্র্যাটের নাম ঘোষণা করেন ট্রাম্প বলেন, “এক সময় তুলসী গাবার্ড ডেমোক্র্যাট দলের সদস্য ছিলেন। এখন তিনি রিপাবলিকান। অর্থাৎ দুদলের সমর্থন পেয়েছেন তুলসী। আমি জানি ওঁর ভয়ডরহীন মানসিকতা ও দীর্ঘ অভিজ্ঞতা আমাদের গোয়েন্দা দপ্তরকে সমৃদ্ধ করবে। সাংবিধানিক অধিকারকে রক্ষা করার পাশাপাশি শান্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আমেরিকানদের জন্য অনেক লড়াই করেছেন তুলসী। দেশকে অনেক কিছু দিয়েছেন। তুলসীর জন্য আমরা গর্বিত।”
মার্কিন সেনাতেও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তুলসী। ইরাক ও কুয়েতেও মার্কিন সেনাবাহিনীর সঙ্গে কাজ করেছেন। ‘হাউস হোমল্যান্ড সিকিউরিটি কমিটি’-তেও দুবছর কাজ করেছেন তুলসী। আমেরিকার আইনসভা মার্কিন কংগ্রেসের প্রথম হিন্দু সদস্যও ছিলেন তুলসি। এক সময়ে ডেমোক্র্যাটিক পার্টিতেই ছিলেন তুলসী। ২০২০ সালে জো বাইডেনের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট পদের দৌড়ে শামিল হয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত প্রতিযোগিতা থেকে ছিটকে যান।
এদিকে, সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ট্রাম্পের প্রশাসনে জায়গা করে নিয়েছেন টেলসা কর্তা এলন মাস্ক। ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি’ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে।