২০৪
পরীক্ষা শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী অর্ণব সিংহ রায়কে (২৬) গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। আজ রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
অর্ণব সিংহ রায় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ছাত্রলীগের কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক সভাপতি এবং কুবি শাখা ছাত্রলীগের সদস্য।
এদিকে এ ঘটনাকে একপ্রকারের মব জাস্টিস হিসেবে উল্লেখ্য করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম। তিনি বলেন, ‘আমরা তার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। কিন্তু যেভাবে শিক্ষার্থীরা একপ্রকার মব জাস্টিসের মতো তাকে নিয়ে গেল। সেখানে আমাদের কিছু করার ছিল না। যা হয়েছে তা অপ্রত্যাশিত।’ তিনি আরও বলেন, ‘আমরা ভিডিও দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’