Monday, April 28, 2025

রবীন্দ্রনাথ ঠাকুর সহ অসাম্প্রদায়িক চেতনার বই রাখার অভিযোগে পাঠাগার ভাঙচুর ও বই লুটপাট।

বিবাংলা ডেস্ক
০ মন্তব্য ৬৭ views

ফেসবুকে পোস্ট দিয়ে ধনবাড়ী অভয়ারণ্য পাঠাগার থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, ড.জাফর ইকবাল, প্রথম আলো সহ অন্যান্য বইপত্র নিয়ে যায় মব সৃষ্টিকারী ৪০/৫০ জন উশৃংখল কিছু যুবক ।

তাঁদের কথা এসব বই পড়ে ধনবাড়ী অঞ্চলের ছেলে মেয়েরা নাস্তিক হয়ে যাচ্ছে, তাই নাস্তিক তৈরির কারখানা বন্ধ করতে হবে।
তাঁদের কে অভয়ারণ্য পাঠাগারের সাধারণ সম্পাদক দূর্জয় চন্দ্র ঘোষ প্রশ্ন করেন – আপনারা কার অনুমতিতে বই নিতে চান!?… আমি কমিটির কাছে কি জবাব দিবো? প্রশাসনের অনুমতি ছাড়া আমি বই দিতে পারবোনা, তবুও তাঁরা জোর করে পাঠাগারের সেল্ফ থেকে চার বস্তা বই নিয়ে ভ্যানে করে ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।

পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার এবং ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভয়ারণ্য পাঠাগারের এসে সরেজমিন তদন্ত করে আগামী শনিবার বিষয় টি মীমাংসা করার নিশ্চয়তা দেন।

আরো পড়ুন

একটি মন্তব্য লিখুন

আমাদের সম্পর্কে

বাঙালীর সংবাদ বাংলা ভাষায়, সবার আগে সেরা সংবাদ পেতে বি-বাংলা ভিজিট করুন।

আজকের সর্বাধিক পঠিত

নিউজলেটার