৬১
যুদ্ধ বেঁধেছে ভারত পাকিস্তানে, আর ঢাকার পুঁজিবাজার থেকে একদিনেই উধাও গেছে ১০ হাজার কোটি টাকা। পাকিস্তানে হামলার পর খোদ মুম্বাই স্টক মার্কেটের সূচক চাঙা হলেও ঢাকার পুঁজিবাজারের সূচক ১৪৯ পয়েন্ট কমে যায়। সামরিক উত্তেজনায় যেখানে ভারতীয় পুজিঁবাজার ঊর্ধ্বমূখী সেখানে দেশে এমন পতন যৌক্তিক নয় বলছেন সংশ্লিষ্টরা।