Saturday, April 19, 2025

জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন বিএনপি হতে দেবে না: সেলিমা রহমান

বিবাংলা ডেস্ক
০ মন্তব্য ৮০ views

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, ‘একজন বলছে সংস্কার, একজন বলছে স্থানীয় সরকার নির্বাচন, একদল বলছে নির্বাচন। জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন বিএনপি হতে দেবে না।’

সোমবার সন্ধ্যায় মাদারীপুরে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সেলিমা রহমান এ কথা বলেন। নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো ও দ্রুত নির্বাচনের রূপরেখা ঘোষণাসহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের লেকেরপাড় স্বাধীনতা অঙ্গনে এই জনসভার আয়োজন করা হয়।

জনসভায় সেলিমা রহমান আরও বলেন, জাতীয় নির্বাচন হলে বর্তমানে দেশের যে এলোমেলো ভাব, সেটা পরিবর্তন হয়ে সুশাসন আসবে। আইনশৃঙ্খলা রক্ষা হবে, জবাবদিহি হবে। দেশের জনগণ আস্থা ফিরে পাবে।

গত ১৬ বছরে বিএনপির নেতা–কর্মীদের ওপর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের নির্যাতন–নিপীড়নের প্রসঙ্গ টেনে সেলিমা রহমান আরও বলেন, মিথ্যা মামলা দিয়ে তারেক রহমানকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। গত ১৬ বছর একটানা নির্মম অত্যাচার ও নির্যাতন করেছেন শেখ হাসিনা এবং তাঁর দলবল। বহু মানুষকে হত্যা করেছে। এই খুনিদের বিচার হতে হবে। সবাইকে সজাগ থাকতে হবে, আওয়ামী লীগের কোনো দোসর যেন বিএনপির দলে জায়গা না পায়। কেউ আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে, সে ব্যাপারে খেয়াল রাখতে হবে।

মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক মো. জাফর আলী মিয়ার সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহসাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান ও সেলিমুজ্জামান সেলিম, সহশিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার, সদস্য কাজী হুমায়ুন কবির প্রমুখ। জেলা বিএনপির সদস্যসচিব জাহান্দার আলীর সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, সাজ্জাদ হোসেন সিদ্দিকী, জামিনুর রহমান, মিজানুর রহমান মুরাদ প্রমুখ।

আরো পড়ুন

একটি মন্তব্য লিখুন

আমাদের সম্পর্কে

বাঙালীর সংবাদ বাংলা ভাষায়, সবার আগে সেরা সংবাদ পেতে বি-বাংলা ভিজিট করুন।

আজকের সর্বাধিক পঠিত

নিউজলেটার