Saturday, April 19, 2025

কিংস পার্টি গঠন করে নির্বাচন দেবেন, এই সব ষড়যন্ত্র মানুষ বোঝে: আবদুল আউয়াল মিন্টু

বিবাংলা ডেস্ক
০ মন্তব্য ১১৪ views

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত সমাবেশে বক্তব্য দেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। আজ বৃহস্পতিবার নগরের নতুন বাজার এলাকার হরিকিশোর রায় রোডে আয়োজিত সমাবেশে তিমি বলেন,সরকারের ব্যর্থতার কারণে দ্রব্যমূল্য দিন দিন বেড়ে যাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, ‘একই সঙ্গে আমরা দেখছি, নির্বাচনের নামে তালবাহানা চলছে। উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা একেক সময় একেক কথা বলেন। সরকারে বসে কিংস পার্টি গঠন করে তার পর নির্বাচন দেবেন, এই সব ষড়যন্ত্র দেশের মানুষ বোঝে।’

আজ বৃহস্পতিবার ময়মনসিংহে এক সমাবেশে আবদুল আউয়াল মিন্টু এ কথা বলেন। নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো এবং দ্রুত নির্বাচনী রূপরেখা ঘোষণাসহ বিভিন্ন দাবিতে কেন্দ্রঘোষিত চলমান কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি। নগরের নতুন বাজার এলাকার হরিকিশোর রায় রোডের দলীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশ বেলা ৩টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টায় শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আবদুল আউয়াল বলেন, ‘এই সরকারের (অন্তর্বর্তী সরকার) কিছু কিছু লোক সংস্কার সংস্কার করছে। ভাই, সংস্কার তো আমরাও চাই। এখন থেকে আট বছর আগে আপোসহীন নেত্রী সংস্কার প্রস্তাব দিয়েছেন। আমরা ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছিলাম।’

অন্তর্বর্তী সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, ‘আপনারা যদি সংস্কারের নামে ষড়যন্ত্র করেন, বিএনপি তা কখনো মেনে নেবে না। আমরা চাই, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার, সেই সংস্কার করে অতিসত্বর নির্বাচনের তারিখ ঘোষণা করুন। আমরা চাই না, আপনারা ব্যর্থ হোন। কিন্তু এখন পর্যন্ত আপনারা ব্যর্থতার পরিবর্তে সফল হবেন, এমন কোনো নমুনা দেখছি না। আমাদের সমর্থনে সরকার গঠন করে দেশের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করবেন, দেশের মানুষের অধিকার নিয়ে আবার ষড়যন্ত্র করবেন, সেটা বিএনপি কখনো মেনে নেবে না।’

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে সব শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আবদুল আউয়াল আরও বলেন, বাংলাদেশে দুটি বড় দল ছিল, এখন মাত্র একটি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন। দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব রোকনুজ্জামান সরকারের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেছ আলী, আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়েত উল্লাহ কালাম, সদস্যসচিব মোতাহার হোসেন তালুকদার প্রমুখ

আরো পড়ুন

একটি মন্তব্য লিখুন

আমাদের সম্পর্কে

বাঙালীর সংবাদ বাংলা ভাষায়, সবার আগে সেরা সংবাদ পেতে বি-বাংলা ভিজিট করুন।

আজকের সর্বাধিক পঠিত

নিউজলেটার