Saturday, April 19, 2025

সংস্কারের নামে নির্বাচন পেছানোর সুযোগ নেই: আমিনুল হক

বিবাংলা ডেস্ক
০ মন্তব্য ৮৫ views

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সর্বসাধারণের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন আমিনুল হক।
বিভিন্ন ইস্যুতে সংস্কারের নামে নির্বাচন পেছানোর সুযোগ নেই উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে যৌক্তিক সময়ের ভিতরে সংস্কার শেষ করে পাশাপাশি দ্রুত নির্বাচন আয়োজনের তাগিদ দেন তিনি।

শনিবার (১৫ মার্চ) রাজধানীর শাহজাদপুর ও পল্লবীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সর্বসাধারণের মাঝে গুলশান থানা বিএনপি ও পল্লবী থানা বিএনপির ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের মানুষ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। কিন্তু সংস্কারসহ বিভিন্ন ইস্যুর নামে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করলে এদেশের জনগণ মেনে নিবে না।

এসময় আমিনুল হক বলেন, একটি গোষ্ঠী তারা নির্বাচনকে নিয়ে বিরোধিতা করছে।

তারা জানে নির্বাচন দিলে এদেশের জনগণ তাদেরকে ভোট দিবে না। কারণ তাদের মধ্যে দেশপ্রেমের লেশমাত্র নাই। তারা ভোটকে, নির্বাচনকে ভয় পায়। এজন্যই তারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করছে।

আমিনুল হক তার বক্তব্যে জনগণের ভোটের মাধ্যমে তার দল ক্ষমতায় আসলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়ারও অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক শিল্পউদ্যোক্তা ও বিএনপি নেতা মো. কামাল জামান মোল্লা, গুলশান থানা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক এস এ মামুন এর সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান কবির এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, গাজী রেজওয়ান উল হোসেন রিয়াজ, হাজী মো. ইউসুফ, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য রেজাউর রহমান ফাহিম, ফারুক হোসাইন ভূইয়া, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির প্রমুখ।

এছাড়া আমিনুল হক পল্লবীতে ঢাকা মহানগর উত্তর জাসাসের ইফতার বিতরণ কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর জাসাস এর আহ্বায়ক শফিকুর রহমান স্বপন ও সদস্য সচিব আনোয়ার হোসেন আনু উপস্থিত ছিলেন এবং পল্লবীর ৬নং ওয়ার্ড বিএনপির ইফতার বিতরণ, পল্লবী থানা ইমাম উলামা পরিষদের ইফতারও পল্লবীতে বায়তুল আযমত জামে মসজিদ কমপ্লেক্সে ইফতার ও দোয়া মাহফিলে শরিক হন।

আরো পড়ুন

একটি মন্তব্য লিখুন

আমাদের সম্পর্কে

বাঙালীর সংবাদ বাংলা ভাষায়, সবার আগে সেরা সংবাদ পেতে বি-বাংলা ভিজিট করুন।

আজকের সর্বাধিক পঠিত

নিউজলেটার