৩১
মানবিক করিডর নিয়ে সরকার সবাইকে অন্ধকারের মধ্যে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে মাওলানা ভাসানীর ফারাক্কা লং মার্চ স্মরণে গণসমাবেশ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করে। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।
মেজর হাফিজ বলেন, মানবিক করিডর নিয়ে সবার সাথে আলোচনা করা প্রয়োজন।
তবে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জনগণ এখনও পায়নি। সরকার সবাইকে বিষয়টি নিয়ে অন্ধকারের মধ্যে রেখেছে।
আগামীর পানিবণ্টন চুক্তি যেন ন্যায্যতার ভিত্তিতে হয়, সেটা আগত সরকারকে নিশ্চিত করতে হবে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ন-বাংলাদেশকে বাধ নির্মাণ প্রকল্পে সহায়তা করার জন্য এগিয়ে আসতেই ভারত সরকারের টনক নড়েছে।