Monday, May 12, 2025

বিডিআর সদস্যদের কারণেই সেনা অফিসাররা প্রাণ হারান: সেনাপ্রধান

বিবাংলা ডেস্ক
০ মন্তব্য ৮৪ views

পিলখানা হত্যাকাণ্ড নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আমাদের যে চৌকস সেনা অফিসাররা প্রাণ হারান, তারা তদানীন্তন বিডিআর সদস্যদের কারণেই প্রাণ হারান।

তিনি বলেন, আজ এসব বিষয় নিয়ে আমরা ভিন্নমত পোষণ করছি কেউ কেউ।

পাশাপাশি বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করারও চেষ্টা করা হচ্ছে। সেটি আমাদের জন্য মঙ্গলজনক হবে না।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে মহাখালীর রাওয়া ক্লাবে ‘২০০৯ সালে পিলখানায় সংঘটিত নির্মম হত্যাকান্ডে শাহাদাত বরণকারী শহীদ অফিসারদের স্মরণে’ আয়োজিত বিশেষ অনুষ্ঠান তিনি এ কথা জানান।

পিলখানা হত্যাকাণ্ড নিয়ে সেনাপ্রধান বলেন, এখানে যদি কোনো ইফ অথবা বাট আনেন, তাহলে ১৬ বছরের যে বিচারিক কার্যক্রম তা ব্যাহত হবে।

বিষয়টি আমাদের পরিষ্কার করে মনে রাখা প্রয়োজন, এই বিচারিক কার্যক্রম বাধাগ্রস্ত করবেন না। যে বিডিআর সদস্যরা শাস্তি পেয়েছেন তারা শাস্তি পাওয়ার যোগ্য।

তিনি বলেন, এখানে কোনো রাজনৈতিক ব্যক্তি উপস্থিত ছিলেন কি না, বাইরের কোনো শক্তি যুক্ত ছিল কি না, সেটার জন্য কমিশন গঠন করা হয়েছে। সেই কমিশন ঘটনার মূল বিষয় বের করবে এবং আপনাদের জানাবে।

সেনাপ্রধান বলেন, আমরা যেন নিজেরা ভেদাভেদ সৃষ্টি না করি। আমরা নিজেরা ঐক্যবদ্ধ থাকি। আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে বা কোন ব্যত্যয় থাকে তাহলে সেটা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব। এর জন্য ডানে-বামে দৌড়িয়ে কোনো লাভ হবে না। নিজের ক্ষতি ছাড়া কোনো লাভই হবে না। আমি বিষয়টি বারবার করে নিশ্চিত করছি।

তিনি বলেন, বিডিআর সদস্যদের কেউ কেউ দাবি করছেন, তারা এত বছর অযাচিতভাবে শাস্তি পেয়েছেন। এর জন্য আমি একটি বোর্ড করে দিয়েছি। একজন লেফটেন্যান্ট জেনারেল সেই বোর্ডের সদস্য। প্রথম পর্বে ৫১ জন সদস্যের বিষয়ে আমার কাছে রিকমেন্ডেশন নিয়ে এসেছিলেন। আর তার এই রিকমেন্ডেশনের অধিকাংশই আমি নিয়েছি।

ওয়াকার-উজ-জামান বলেন, পাশাপাশি নেভি ও এয়ারফোর্সও তাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমার মেইন পয়েন্ট হলো, যদি কেউ অপরাধ করে থাকে, তার বিন্দুমাত্র ছাড় হবে না। এই কথা আমি পরিষ্কার করে বলে দিচ্ছি ইটস ইজ এ ডিসিপ্লিনড ফোর্স। তাই ডিসিপ্লিন মেনে থাকতে দিন।

তিনি বলেন, আজ দেশের এই ক্রান্তিলগ্নে সব বাহিনী বিপর্যস্ত হয়ে পড়েছে। শুধুমাত্র সেনাবাহিনী টিকে আছে, নৌবাহিনী টিকে আছে এবং বিমান বাহিনী টিকে আছে। শুধুমাত্র ডিসিপ্লিনের কারণে। আমরা সবসময় ন্যায়-নীতিতে প্রতিষ্ঠিত থাকব।

আরো পড়ুন

একটি মন্তব্য লিখুন

আমাদের সম্পর্কে

বাঙালীর সংবাদ বাংলা ভাষায়, সবার আগে সেরা সংবাদ পেতে বি-বাংলা ভিজিট করুন।

আজকের সর্বাধিক পঠিত

নিউজলেটার