হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি। এ বৈঠকে ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন অনুষ্ঠানে দ্রুত রোডম্যাপের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম ও বিএনপি।
শনিবার ( ০৫ এপ্রিল) রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠকে এই বিষয়ে ঐক্যমত হয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ।
বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা যেমন সংস্কার চাই, আমরা গণহত্যার বিচার চাই কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের বিষয়টি আমরা সর্বাগ্রে বিবেচেনা করতে চাই। আমাদের জোরালো দাবি প্রধান উপদেষ্টা অতি অবশ্যই খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেবেন যাতে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা যায়।”
সালাহ উদ্দিন বলেন, ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচনের দাবি সাথে উনারা (হেফাজতে ইসলাম) একমত হয়েছেন। সেজন্য হেফাজত ইসলাম বাংলাদেশ এবং তার অন্তর্ভুক্ত রাজনৈতিক দলগুলো যথাযথ কর্মসূচি প্রণয়ণন করবেন কিনা এটা উনারা চিন্তা করে দেখবেন।
তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন এবং জাতির সামনে অনেকবার বলেছিলেন। কিন্ত প্রায় সময় দেখা যাচ্ছে কিছুদিন পর পর ডিসেম্বর থেকে জুনে, জুন থেকে ডিসেম্বরে এরকম একটা শিফটিং দেখা যাচ্ছে এবং বিভিন্ন মহল থেকে নির্বাচন বিলম্বিত করারও বিভিন্নরকম পায়তারা আমরা লক্ষ্য করছি।”
তিনি বলেন, সেজন্য আমরা প্রস্তাব করছি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি করা হোক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জনবল ও লজিস্টিক সাপোর্ট বৃদ্ধি করা হোক, প্রসিকিউশন টিম, তদন্ত টিম এবং অন্যান্য সাপোর্ট বৃদ্ধি করা হোক। প্রয়োজনে বিভাগীয় পর্যায়ে ট্রাইব্যুনাল স্থাপন করা যায় কিনা সেটা পরীক্ষা করে দেখা যেতে পারে…এই প্রস্তাব আমরা বৈঠকে রেখেছি …এর সাথে হেফাজতে ইসলাম একমত পোষন করেছে।
রাত ৮ থেকে দেড় ঘণ্টাব্যাপী এই বৈঠকে হেফাজতে ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলা, গণহত্যার বিচার এবং সংস্কার ও সংসদ নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে।
হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজেদুর রহমানের নেতৃত্বে সদস্যের প্রতিনিধি দল ছিলেন নায়েবে আমির আহমেদ আবদুল কাদের, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা মহিউদ্দিন রব্বানী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ও অর্থ সম্পাদক মূফতি মনির হোসাইন কাসেমী।