Friday, April 18, 2025

শেরপুরে দরবার শরিফ ঘিরে ফের উত্তেজনা, লুটপাট ‘চলছে’

শুক্রবার পীরের ভক্তদের ‘লংমার্চ কর্মসূচি’ এবং প্রতিপক্ষের ‘প্রতিরোধের’ ঘোষণায় উত্তেজনা চরমে পৌঁছে।

বিবাংলা ডেস্ক
০ মন্তব্য ৩২৫ views

শেরপুরের মুর্শিদপুর দোজা পীরের ভক্তরা দরবার শরিফ দখলে নেওয়ার চেষ্টার মধ্যে ওই এলাকায় উত্তেজনা অব্যাহত আছে। এখনো কিছু লোকজন দরবার শরিফে লুটপাট চালাচ্ছে, গাছপালা কেটে নিচ্ছে বলে অভিযোগ ওঠেছে।

শুক্রবার পীরের ভক্তদের ‘লংমার্চ কর্মসূচি’ এবং প্রতিপক্ষের ‘প্রতিরোধের’ ঘোষণায় উত্তেজনা চরমে পৌঁছে।

পরে ‘লংমার্চ’ স্থগিত করে পীরের ভক্তরা। দরবার শরিফে যাওয়ার সড়ক ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষের লোকজন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব ও আনসার পুরো এলাকা ঘিরে রেখেছে।

এর মধ্যে শুক্রবার বিকালে ময়মনসিংহ ৩৯ বিজিবির পরিচালক মো. সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করবে আইনশৃঙ্খলা বাহিনী। জেলা প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদেরকে এখানে পাঠিয়েছেন। আমরা সে লক্ষ্যেই কাজ করছি।

“দেশের যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা কাজ করি। এ এলাকার লোকজনের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে কথা দিয়েছেন পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রাখতে তারা আমাদেরকে সহযোগিতা করবেন।”

আরো পড়ুন

একটি মন্তব্য লিখুন

আমাদের সম্পর্কে

বাঙালীর সংবাদ বাংলা ভাষায়, সবার আগে সেরা সংবাদ পেতে বি-বাংলা ভিজিট করুন।

আজকের সর্বাধিক পঠিত

নিউজলেটার