Friday, April 18, 2025

বিএনপি-জামায়াত সংঘর্ষে পাঁচ নেতাকর্মী আহত

বিবাংলা ডেস্ক
০ মন্তব্য ১৭৬ views

নাটোরের গুরুদাসপুরে বিএনপি ও অঙ্গসংগঠন এবং জামায়াতের নেতাকর্মীর সঙ্গে সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার উপজেলার নাজিরপুর বাজারে এ ঘটনা ঘটে। আহত নেতাকর্মীরা নাটোর ও রাজশাহীর হাসপাতালে চিকিৎসাধীন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টহল জোরদার করেছে। এ ঘটনায় জামায়াতের কর্মী সোহাগের বাবা গুরুদাসপুর থানায় অভিযোগ দিয়েছেন। আহত নেতাকর্মীরা হলেন, উপজেলার নাজিরপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সালেহ আহমেদ বিপুল (৪০), বিএনপি কর্মী হারুন (৩৬) ও জামাল হোসেন (৪৫), জামায়াত কর্মী সোহাগ আহমেদ (৩০) এবং কামাল হোসেন (৩২)।

নাজিরপুর ইউনিয়ন জামায়াতের আমির হামিদুর রহমান সবুজের ভাষ্য, শুক্রবার ইউনিয়ন জামায়াতের আয়োজনে ইফতার মাহফিলের জন্য গণসংযোগ করছিলেন দলের কর্মী আব্দুর রহিম, সোহাগ আহমেদ ও কামাল হোসেন। একপর্যায়ে ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক সালেহ আহমেদ বিপুলের সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু হয়।

বিষয়টি সমাধান করা হলেও কিছুক্ষণ পর বিপুল জনবল নিয়ে সোহাগ ও কামালের ওপর অতর্কিত হামলা চালায় অভিযোগ করে হামিদুর রহমান বলেন, এ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। জামায়াতের দুই কর্মী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক সালেহ আহমেদ বিপুল বলেন, জামায়াতের নেতাকর্মীর দাবি মিথ্যা। ২৫০-৩০০ লোক অস্ত্র নিয়ে এসে তাঁর ও সঙ্গে থাকা দুই বিএনপি কর্মীর ওপর হামলা চালায়। রক্তাক্ত শরীর নিয়ে নাটোরে হাসপাতালে ভর্তি হয়েছেন। আগে বাড়ি থেকে বের হতে পারছিলেন না। কোনো স্বজন বাড়ি থেকে বের হতে না পারায় থানায় অভিযোগ দিতে পারেননি।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারওয়ার হোসেন বলেন, এক পক্ষের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে খবর পাওয়ার পর পুলিশ পাঠিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা হয়। তদন্তসাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

আরো পড়ুন

একটি মন্তব্য লিখুন

আমাদের সম্পর্কে

বাঙালীর সংবাদ বাংলা ভাষায়, সবার আগে সেরা সংবাদ পেতে বি-বাংলা ভিজিট করুন।

আজকের সর্বাধিক পঠিত

নিউজলেটার